অবস্থানঃ ১৯৭০ সনে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে। শুধু টিনের চালা ঘরে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হয়। আজ অবধি বিদ্যালয়ে একটি পাকা বিল্ডিং হয় নাই। ০৯ জন শিÿক, ০৩ জন কর্মচারী ও ৩৫৬ জন শিÿার্থী রয়েছে। এস.এস.সি ও জে.এস.সি পরীÿার ফলাফল সমেত্মাষ জনক। ২০১১ সালে এস.এস.সি পরীÿার্থী ছিল ৫৮ জন পাশ করেছে ৫১ জন। পাশের হার ৮৭.৯৩% । ২০১১ সালে জে.এস.সি পরীÿার্থী ছিল ৫৮ পাশ করেছে ৫৮ জন। পাশের হার ১০০%। বিদ্যালয়টিতে অবকাঠামোর আশু প্রয়োজন। শিÿক / কর্মচারীদের জন্য একটি টয়লেট, ছাত্রীদের জন্য একটি টয়লেট, কিন্তু ছাত্রদের জন্য কোন টয়লেট নাই। ছাত্ররা মাঝে মাঝে শিÿক / কর্মচারীদের টয়লেট ব্যবহার করে। অধিকাংশ সময়ে তারা বাহিরে চলে যায়।পানীয় জলের খুব কষ্ট। বিদ্যালয়ে একটি মাত্র নলকূপ রয়েছে।
১৯৭০ সনে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। ১৯৮৫ সালে ৯ম শ্রেণী খোলার অনুমতি পায়। ১৯৮৭ সাল থেকে এস.এস.সি পরিÿা দিয়ে আসছে। বিদ্যালয়ের জন্য ১৯৭২ সালে মতিলাল রায় ০.৩০ শতাংশ জমি দান পত্র দলিল মুলে দান করেছেন । আলী রেজভী খান শুভ ০.০৭ শতাংশ জমি বিদ্যালয়কে দানপত্র দলিল মুলে দান করেছেন। ০.১০ শতাংশ যার দলিল মূল্য ২,৩০,০০০/= টাকা আলহাজ আঃ সবুর মিয়া এবং ০১০ শতাংশ জমি যার দলিল মূল্য ২,৩৮,০০০/= আঃ রাশেদ রনি দান পত্র দলিল মূলে বিদ্যালয়কে দান করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস