চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল উপজেলার অন্তর্গত ০১নং মগড়া ইউনিয়নে চৌধুরী মালঞ্চ গ্রামে অত্যান্ত মনোরম ও মনোমুগ্ধ পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টিতে মোট ভবন সংখ্যা ৫টি। পাকা ভবন ১টি, আধা পাকা ভবন ১টি, টিনের ৩টি। অফিস কক্ষ সহ মোট কক্ষ সংখ্যা ১০টি। এমপিও ভুকক্তর শিক্ষক সংখ্যা ২জন, অফিস সহাকরী ১জন, বেয়ারার ১জন,আয়া ১জন,নৈশ প্রহরী।মোট জমির পরিমান ৩২৮ শতাংশ।
চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল উপজেলার অন্তর্গত ০১নং মগড়া ইউনিয়নে চৌধুরী মালঞ্চ গ্রামে ১৯৬৭ ইং সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালে প্রাদেশিক পরিষদের সদস্য জনাব এডভোকেট ইনসান আলী সাহেব অত্র এলাকার কয়েকজন দাতা সদস্যের সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রথম নিম্ন মাধ্যমিক হিসাবে স্বীকৃতি পায় ০১/০১/১৯৭২ সালে, মাধ্যমিক হিসাবে স্বীকৃতি পায় ০১/০১/১৯৭৪ সালে, ৯ম শ্রেণী খোলার অনুমতি পায় এবং ০১/০৬/১৯৮৪ হইতে M.P.O ভূক্তি হয়।
১০ সদস্য বিশিষ্ট কমিটি। ১ জন সভাপতি, ১জন কোঅপট সদস্য, ৪ জন অভিভাবক সদস্য, ১ জন দাতা সদস্য,
শিক্ষক প্রতিনিধি ১ জন, সম্পাদক ১ জন।
জে, এস, সি
২০১০ সালে পরীক্ষার্থী ৫৪ জন, পাশ ৪৯ জন
পাশের হার ৯০.৭৪%
২০১১ সালে পরীক্ষার্থী ৪২ জন, পাশ ২৯ জন
পাশের হার ৬৯.০৪%
এস, এস, সি
২০০৭ সালে পরীক্ষার্থী ৪৬ জন, পাশ ২৬ জন
শতকরা পাশের হার ৫৬.৫২%
২০০৮ সালে পরীক্ষার্থী ৪২ জন, পাশ ৩৬ জন
পাশের হার ৮৫.৭১%
২০০৯ সালে পরীক্ষার্থী ৪৫ জন, পাশ ২৬ জন
পাশের হার ৫৫.৫৫%
২০১০ সালে পরীক্ষার্থী ৫৯ জন, পাশ ৪৩ জন
পাশের হার ৭০.০৫%
২০১১ সালে পরীক্ষার্থী ৩২ জন, পাশ ২৭ জন
পাশের হার ৮৪.৩৭%
৮৬ জন শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি চালু আছে
২০১১ সালে এস, এস, সি পরীক্ষায় ৮৪.৩৭ ভাগ পাশের গৌরব অর্জন করেছে।
১০০% পাশ, ঝড়ে পড়া হ্রাস করণ, শিক্ষার গুণগত মান উন্নতি করণ।
চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ চৌধুরী মালঞ্চ, উপজেলাঃ টাঙ্গাইল, জেলাঃ টাঙ্গাইল।
Email:- Chowdhurymalanch@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস